চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় বাসিন্দা আবদুল বাসিরের সততায় সবাই মুগ্ধ। তিনি নতুন টার্মিনাল এলাকায় কুড়িয়ে পাওয়া ৪০ লাখ টাকার প্রকৃত মালিককে ফেসবুকে খুঁজছেন। তিনি উপযুক্ত প্রমাণ সহকারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
আবদুল বাসির বলেন, ঘটনা পুলিশকে জানানো হয়েছে। সোমবার টাকাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর মধ্যে রোববার এক ব্যক্তি টাকা দাবি করে যোগাযোগ করেছেন, তবে তিনি প্রকৃত প্রমাণ দিতে সক্ষম হননি।
বাসির বলেন, তিনি পবিত্র কোরআনের ব্যাখ্যাকারক। বিভিন্ন স্থানে মাহফিল করে বেড়ান। এজন্য রাত-বিরাত তাঁকে বাড়িতে ফিরতে হয়। কিছুদিন আগে তিনি গভীর রাতে বাসায় ফিরছিলেন। এ সময় টার্মিনাল এলাকার রাস্তায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখতে পান। ব্যাগটি টাকায় ভর্তি ছিল। পরে চল্লিশ লাখের মতো টাকা পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হারিয়ে যাওয়া টাকার কোনো দাবিদার না থাকায় এখনও তা থানার হেফাজতে রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, টাকার মালিক পাওয়া গেলে তাকে টাকা ফেরত দেওয়া হবে। অন্যথায়, পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post