দুবাই যাওয়ার উদ্দেশ্যে রাজধানীর দক্ষিণখানের একটি হোটেলে উঠেছিলেন মাকসুদুর রহমান (৩৫)। সেখানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।দক্ষিণখানের আশকোনার নিউ সিটি প্যালেস হোটেল থেকে প্রথমে নিকটস্থ হাসপাতালে, পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
মাকসুদুর রহমান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভূগই গ্রামের শাহ আলমের ছেলে।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী গণমাধ্যমকে বলেন, ‘মাকসুদুর রহমানের রবিবার রাত ৯টার ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। এ জন্য তিনি শনিবার রাতে আশকোনার নিউ সিটি প্যালেস হোটেলের ১১০ নম্বর রুমে ওঠেন। তাঁর সঙ্গে আরও তিনজন ছিলেন। রাতে মাকসুদুর বুকে ব্যথা অনুভব করলে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁর সঙ্গে থাকা তিনজন প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাঁর হার্টে সমস্যার কথা জানান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে অবস্থা গুরুতর হলে, কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
পুলিশ পরিদর্শক ইয়াসিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওসি স্যারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা হোটেলের রুমটি পরিদর্শন করেছেন। সেই সঙ্গে সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।’
প্রাথমিকভাবে মনে হচ্ছে মৃত্যু স্বাভাবিক, তবে ময়নাতদন্তের মাধ্যমেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে। এজন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post