মালয়েশিয়ার সাঁড়াশি অভিযানে ১০২ বাংলাদেশিসহ ২৪৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর অদূরে শাহ আলমের সেকশন ২২ এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এসময় আটক এড়াতে কেউ কেউ চেয়ারের নিচে ও ড্রামের ভেতরে লুকিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।
শনিবার সকালে সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খায়রুল কামারউদ্দিন সাংবাদিকদের বলেন, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন অ্যাক্টর বিভিন্ন ধারায় অভিযান চালিয়ে ২০ থেকে ৫০ বয়সী ২৪৫ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি ১০২ জন ছাড়াও নেপালি, ভারতীয়, পাকিস্তানি ও শ্রীলঙ্কান নাগরিক রয়েছে। খায়রুল বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, তাদের অধিকাংশই ভিসার অপব্যবহার, অতিরিক্ত অবস্থান এবং কোনো বৈধ নথিপত্র না থাকার অপরাধে জড়িত।
আটক বিদেশিদের পরবর্তী পদক্ষেপের জন্য সেলাঙ্গর জিআইএম অফিসে নেওয়া হয়েছে। পরবর্তীতে আদালতে তোলার জন্য তাদের সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানিয়েছেন ওই ইমিগ্রেশন কর্মকর্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post