শুক্রবার রাতে আঘাত হানা ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নেপালে সেই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫৪ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে প্রায় শতাধিক ব্যক্তি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।
শনিবার ভারতের জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পে দিল্লি এবং আশপাশের শহরগুলোতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। দিল্লির বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝুলন্ত ঝাড়বাতি এবং পাখার নড়ে ওঠার ভিডিও পোস্ট করেছেন।
কাঠমান্ডু পোস্ট রাষ্ট্রীয় ভূমিকম্প বিষয়ক সংস্থা ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের বরাত দিয়ে জানায়, উৎপত্তিস্থল জাজারকোট জেলায় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূকম্পন হয়।
জাজারকোট জেলা পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট সন্তোষ রোকা জানান, শুক্রবার রাত তিনটা নাগাদ পাওয়া প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয় জাজারকোট ও ওয়েস্ট রুকুম জেলার।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের জেরে বহু জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ পরিস্থিতিতেও রাত থেকেই শুরু হয় উদ্ধারকাজ। বহু মানুষ এই ভূমিকম্পে আহত। তাদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ২৫০ মাইল উত্তরপূর্বে অবস্থিত জাজারকোট জেলা ছিল এই ভূমিকম্পের এপিসেন্টার বা উৎপত্তিস্থল। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে- ভূপৃষ্ঠের ১১ মাইল গভীরে উৎপত্তি হয়েছে এ ভূমিকম্পের।
গত এক মাসের মধ্যে নেপালে তিনটি জোরালো ভূমিকম্প হলো। এর আগে গত ২০১৫ সালে নেপালে ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছিল। তাতে মৃত্যু হয়েছিল প্রায় ৯ হাজার মানুষের। আহত হয়েছিলেন প্রায় ২২ হাজার মানুষ।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ভূমিকম্পের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post