আবুধাবি – ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে এয়ার আরাবিয়া। গত ৭ আগস্ট থেকে চালু হওয়ার পর বুধবার ও শুক্রবার সপ্তাহে দুইদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আবিধাবির উদ্দেশ্যে উড়ে যাবে এয়ার আরাবিয়ার বিমানগুলো।
শুক্রবার এয়ার আরাবিয়া আবুধাবি – বাংলাদেশ ও আফগানিস্তানের উদ্দেশ্য স্বাভাবিক ফ্লাইট প্রসঙ্গে এক শীর্ষক মতবিনিময় সভায় কূটনৈতিকরা জানান, মহামারীর মধ্যে বিমান খাতে নতুন সহযোগিতা মানুষের সাথে মানুষের সম্পর্ক বাড়িয়ে তুলতে সাহায্য করবে। সেইসাথে এর পাশাপাশি পর্যটন ও ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধিতে সহায়ক হবে।
আরো পড়ুনঃ ওমানে দুর্যোগ মোকাবেলায় আরওপি’র জরুরী বার্তা
সভায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, “যেকোনো ধরণের সম্পর্কের উন্নয়নের জন্য বিমান সংযোগ গুরুত্বপূর্ণ – এটি হোক জনগণের মধ্যে বা ব্যবসায় থেকে ব্যবসায়। এটি কর্মজীবী প্রবাসীদের জন্য স্বস্তি এবং তাদের ভ্রমণ সহজতর করবে।” তিনি এ পদক্ষেপ কে স্বাগত জানিয়ে আরো যুক্ত করেন, “এটি বাংলাদেশ থেকে এখানে ( আমিরাত) প্রবাহিত পণ্যসম্পদকে আরও বাড়িয়ে দেবে, যা দ্বিপক্ষীয় বাণিজ্যকে ও সম্পর্কে বাড়িয়ে তুলবে।”
আরো দেখুনঃ দাত ও মুখের সমস্যায় যা করনীয়
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post