আগামী বছর যারা হজে যেতে আগ্রহী, তাদের জন্য সাত মাস আগেই দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত হওয়ার পর বৃহস্পতিবার ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান।
তিনি বলেন, মানুষ যেন হজে যেতে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে পারে, সেজন্য এবার অনেক আগেই হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যারা কম টাকায় হজে যেতে চান, তাদের জন্য এবার সুযোগ থাকছে। নতুন এই ঘোষণার ফলে সাধারণ প্যাকেজে হজের খরচ কমল ৯২ হাজার ৪৫০ টাকা। গত বছর সরকারিভাবে একটি হজ প্যাকেজ ঘোষণা করে ব্যয় ধরা হয়েছিল ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা।
প্রতিমন্ত্রী জানান, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন, আর বেসরকারি এজেন্সির কোটা ১ লাখ ১৭ হাজার। আগামী বছরের ১ মার্চ থেকে হজের ভিসা ইস্যু করা শুরু হবে। আর ৯ মে থেকে শুরু হবে হজ ফ্লাইট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post