ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাহ ক্রসিংয়ের গেট খুলে দেওয়া হয়েছে। হামাস, মিসর ও ইসরায়েলের সঙ্গে কাতারের মধ্যস্ততার পর বুধবার এই গেট খোলা হয়। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো গাজা থেকে বের হওয়ার এই ক্রসিং খুলল। এদিকে রাফাহ হয়ে বিদেশি নাগরিকদের প্রথম দল শীঘ্রই গাজা ছাড়বে বলে জানিয়েছে যুক্তরাজ্য। বুধবার এক প্রতিবেদনে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে রাফাহ ক্রসিং খোলার বিষয়ে মিসর, ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি চুক্তির মধ্যস্থতা করেছে কাতার। এতে করে অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে মানুষকে সীমিতভাবে সরিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এই চুক্তির ফলে বিদেশি পাসপোর্টধারী নাগরিক এবং কিছু গুরুতর আহত ব্যক্তিকে গাজার রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে মিসরে প্রবেশ করার সুযোগ পাওয়া যাবে।
রয়টার্স বলছে, মিসর সিনাইয়ের শেখ জুওয়ায়েদে একটি হাসপাতাল প্রস্তুত করেছে বলে জানা গেছে। এছাড়া মঙ্গলবার রাফাহতে দশটি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে। যদিও মানুষকে সরিয়ে নেওয়ার জন্য এই ক্রসিং ঠিক কতক্ষণ খোলা থাকবে তার কোনও সময়সীমা বলা হয়নি।
গত ৭ অক্টোবর থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ইতোমধ্যেই সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে সাড়ে ৩ হাজারেরও বেশি শিশু, ২ হাজারের বেশি নারী এবং প্রায় পাঁচশো বয়স্ক মানুষ রয়েছেন।
https://www.youtube.com/watch?v=R7pYw348nHs
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post