মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে গত মার্চ মাসে বার্ড (বিএআরডি) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট উন্মুক্ত করে গুগল। চ্যাটবটটি গুগলের এলএএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন) প্রযুক্তি কাজে লাগিয়ে ইংরেজি ভাষায় করা যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত দিতে পারে।
এত দিন চ্যাটবটটি শুধু প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর দেখার সুযোগ মিললেও এবার উত্তর লেখার বিভিন্ন ধাপ সরাসরি দেখা যাবে। এর ফলে বার্ড চ্যাটবটের তৈরি উত্তর পছন্দ না হলে মাঝপথে তা বন্ধ করে দিতে পারবেন ব্যবহারকারীরা। চাইলে নতুন করে প্রশ্নও করা যাবে।
নতুন এ সুবিধা চালুর ফলে বার্ড চ্যাটবটে প্রশ্ন করার পর ‘রেসপন্ড ইন রিয়েল টাইম’ অপশন নির্বাচন করলেই উত্তর লেখার কার্যক্রম সরাসরি দেখা যাবে। এর ফলে প্রশ্নের উত্তর পছন্দ না হলে চাইলেই ‘স্কিপ রেসপন্স’ বাটনে ট্যাপ করে মাঝপথে বার্ড চ্যাটবটের কার্যক্রম বন্ধ রাখা যাবে। এরপর ‘ভিউ আদার ড্রাফটস’ বাটনে ক্লিক করলেই বিকল্প উত্তর দেখাবে বার্ড চ্যাটবট। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের কাজের উপযোগী বিভিন্ন তথ্য সহজেই জানতে পারবেন।
সম্প্রতি বার্ড চ্যাটবটে নতুন একটি এক্সটেনশন যুক্ত করেছে গুগল। এক্সটেনশনটি ব্যবহার করে দ্রুত প্রশ্নের উত্তর জানার পাশাপাশি গুগল ড্রাইভ, জিমেইল ও গুগল ডকস থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে ব্যবহার করতে পারে বার্ড চ্যাটবট। এর ফলে অনলাইনে থাকা তথ্যের পাশাপাশি নিজেদের সংরক্ষণ করা বিভিন্ন ফাইলের তথ্যও দ্রুত জানতে পারেন ব্যবহারকারীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post