সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ইফরা ও হাফছা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই দুই শিশু সম্পর্কে আপন বোন। এ ঘটনায় নিহত শিশুদের বাবা রহমত উল্যাহ হেলাল আহত হয়েছেন। সোমবার মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে মক্কার কাছাকাছি পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।
হেলালের চাচা মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রহমত উল্যাহ হেলাল সৌদির একটি মার্কেটে ম্যানেজার পদে দীর্ঘ ১৫বছর ধরে চাকরি করে। এর মধ্যে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে যান সে দেশে। গত কয়েক বছর ধরে মদিনাতেই ছিলেন তারা।
সোমবার ওমরা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে একটি প্রাইভেটকারে মক্কার উদ্দেশ্যে রওনা করেন হেলাল। গাড়িটি মক্কার কাছাকাছি পৌঁছলে পিছন থেকে একটি মালবাহী কার্ভাডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা হেলাল, ইফতা ও হাফসা আহত হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে। আহত হেলালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্বজনরা জানান, দুর্ঘটনার খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের লাশ দেশে আনার বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post