পবিত্র কাবায় নির্বিঘ্নে তাওয়াফ নিশ্চিত করতে হজযাত্রীদের জন্য নতুন তিনটি নিয়ম জারি করেছে সৌদি আরব। হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মুসল্লিদের কাবার চারপাশ প্রদক্ষিণ করার সময় আকস্মিক বিরতি নেয়া এড়ানো, কাবায় অন্যদের হাঁটা-চলায় বাধা দেয়া থেকে বিরত থাকা এবং প্রবেশ ও প্রস্থানের সময় তাওয়াফ ট্র্যাকে লেগে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সেখানে চলাচলের সুবিধার্থে আরও একটি পরামর্শ দিয়ে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, জনসমাগম কমাতে মসজিদের যেকোনো জায়গায় তাওয়াফের নামাজ আদায় করা যাবে। ওমরাহ মৌসুম শুরু হওয়ার পরপরই এসব পরামর্শ দিলো সৌদি কর্তৃপক্ষ।
এর আগে, ডায়াবেটিসে আক্রান্ত মুসল্লিদের তাদের ওষুধ এবং পর্যাপ্ত খাবার গ্রহণের পর মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনের পরামর্শ দেয় সৌদি সরকার। এছাড়া সম্ভাব্য জটিলতা এড়াতে হাঁটার সময় পায়ের দিকে খেয়াল রাখারও পরামর্শ দেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post