ওমানে মৌসুমি নিম্নচাপের কারণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দেশটির সরকার। ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পাবলিক অথরিটি ফর সিভিল এভিয়েশন (প্যাকা)। উত্তর-পূর্ব আরব সাগরের গ্রীষ্মকালীন নিম্নচাপ বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল মাল্টি হ্যাজার্ডস আর্লি ওয়ার্নিং সেন্টার।ইতিমধ্যেই এই নিম্নচাপ মোকাবেলায় ওমান সরকারের বিশেষ বাহিনী মাস্কাট থেকে সালালাহ যেয়ে পৌঁছেছে। সেইসাথে দেশটির সকল ফায়ার সার্ভিস ষ্টেশন এবং এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। দমকল বাহিনীর পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনার জন্য বিশেষ বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। মাস্কাটে খোলা হয়েছে জরুরী হেল্প লাইন নাম্বার।
https://www.facebook.com/BanglaOmanTims/videos/1580981948739974/
বৃহস্পতিবার পাবলিক অথরিটি ফর সিভিল এভিয়েশন (প্যাকা) অনলাইনে জারি করা একটি বিবৃতিতে জানিয়েছে যে, দেশটির ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ আবহাওয়া বিশ্লেষণ অনুসারে আজ (বৃহস্পতিবার) থেকে উত্তর-পূর্ব আরব সাগরে নিম্নচাপ ক্রমে বৃদ্ধি পাবে। আগামীকাল (শুক্রবার) মাস্কাট, দক্ষিণ আল শারকিয়াহ, উত্তর আল শারকিয়াহ, আল দাখিলিয়াহ, দক্ষিণ আল বাতিনা, উত্তর আল বাতিনা, আল দাহিরিয়া, আল বুরাইমি ও আল ওস্তায় মাঝারী থেকে তীব্র ঝড় ও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুনঃ ওমানে সুপ্রিম কমিটির নতুন ঘোষণা
প্যাকা বিবৃতিতে আরো জানিয়েছেন যে, আশঙ্কা করা যাচ্ছে দেশটির উত্তর পূর্ব অঞ্চলগুলোতে আগামী ২৪ ঘণ্টায় ৪০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হতে পরে। একইসাথে এই এলাকাগুলোতে মাঝারী থেকে তীব্র বৃষ্টিপাতসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।” এছাড়াও মরুভূমি ও উন্মুক্ত অঞ্চলগুলিতে মাঝারী থেকে তীব্র বালুঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।” দেশটির উপকূলীয় অঞ্চলে জোয়ারের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওমানের নাগরিক ও প্রবাসীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে এবং সমুদ্র উপকূল থেকে সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সুত্রঃ টাইমস অব ওমান
আরো দেখুনঃ ওমান থেকে বিশেষ ফ্লাইটে যেভাবে দেশে আসবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post