টেলিভিশন ও ওটিটি প্লাটফর্মের আলোচিত প্রযোজক সারওয়ার জাহানের বিরুদ্ধে তার স্ত্রী রুকাইয়া তাহসিনা জালিয়াতির অভিযোগ এনেছেন। অভিযোগে বলা হয়েছে, রুকাইয়া তাহসিনা তার স্বামীর অগোচরে পরকীয়া প্রেমিক আনোয়ারুল কবিরের সঙ্গে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য তার দুই সন্তানের জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি করে বাবার নাম আনোয়ারুল কবির বসিয়ে একটি বানোয়াট পাসপোর্ট তৈরি করেন।
সারওয়ার জাহান গত ২৩ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে রুকাইয়া তাহসিনা ও আনোয়ারুল কবিরের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৬৭/৪৬৮/৪১৯ ধারায় মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
এ প্রসঙ্গে প্রযোজক সারওয়ার জাহান গণমাধ্যমে বলেন, ‘রুকাইয়া তাহসিনা ওরফে অন্তরা মেহজাবিনের সঙ্গে ২০১২ সালে আমার বিয়ে হয়। আমাদের দুই সন্তান আছে। আমার সঙ্গে থাকা অবস্থায় সে আনোয়ারুল কবির ওরফে শাকিল নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যায়। গত ৬ বছর ধরে সে আমার এবং আনোয়ারুল কবিরের সঙ্গে সম্পর্ক চালিয়ে যায়।’
তিনি বলেন, ‘সর্বশেষ ১১ জানুয়ারি ২০২১ থেকে আমি সেটা জেনে আলাদা হয়ে যাই। এমতাবস্থায় আমার বড় সন্তান আহিল সারওয়ারের নাম জাল করার চেষ্টা করে। এমনকি আমি তার বাবা সেটা বাদ দিয়ে তার কবিরের নাম দিয়ে পাসপোর্ট পরিবর্তন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে। আমার ছোট সন্তান সেহরিশ সারওয়ারের ক্ষেত্রেও এমন হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছি।’
বিষয়টি নিয়ে বাদী পক্ষের আইনজীবী আল মামুন রাসেল গণমাধ্যমে জানান, বাদীর পিটিশন মামলা বিজ্ঞ আদালতে দুজন আসামির বিরুদ্ধে দায়ের করেন দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪১৯ ধারায়। ১নং আসামি বাদীর স্ত্রী এবং ২নং আসামি তার স্ত্রীর কথিত স্বামী। আসামিরা পরস্পর যোগসাজশে বাদীর সন্তানকে দেশের বাইরে নিতে ভুয়া ও জালিয়াতি করে একটি জন্মসনদ এবং পাসপোর্ট তৈরি করে। যেখানে বাদীর বাচ্চার নাম ও বাবার নামের পরিবর্তন করে ফেলে।
এ আইনজীবি আরও জানান, বাদীর সাথে বিবাহ চলমান অবস্থায় নিজের বর্তমান পাসপোর্টে স্বামীর নামের জায়গায় ২নং আসামির নাম পরিবর্তন করে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করে। যা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ভয়ংকর অপরাধ। জালিয়াতির সাথে একটি শিশু পাচার চেষ্টার অপরাধও বটে। সব দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত আসামিদের প্রতি ওয়ারেন্ট ইস্যু করেছেন।
অভিযানের দায়িত্বে থাকা কাফরুল থানার এএসআই একরামুল জানান, বিষয়টি তারা অবগত রয়েছেন। ইতিমধ্যে বাদী তাদের সঙ্গে দেখা করেছেন। তবে ওয়ারেন্ট থানায় এখনো আসেনি। সার্ভার ত্রুটির কারণে এটা হচ্ছে হয়তো। ওয়ারেন্ট হাতে এলে অবশ্যই অভিযান চালানোর পাশাপাশি আসামিকে গ্রেপ্তার করা হবে।
মামলা প্রসঙ্গে রুকাইয়া তাহসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায় নি। প্রসঙ্গত, প্রযোজক সারওয়ার জাহান এ পর্যন্ত বেশ কিছু ওটিটি কন্টেন্ট ও নাটক প্রযোজনা করেছেন। এসব নাটকের মধ্যে অন্যতম হলো কাজল আরেফিন অমি পরিচালিত ‘মিসিং’, তপু খান পরিচালিত ‘শেষ ভালোবাসা’, মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘জীবন’।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post