উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মিসরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের নীল নদের উত্তরে একটি বাস এবং কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩৫ জন নিহত হন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।
পুলিশ বলছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক এবং কয়েকটি গাড়ির সাথে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা নিহত হন। মিসরে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছিল।
ভাঙাচোরা রাস্তা ও সিগন্যালের কারণে মিসরে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়।
শনিবার সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত হওয়ার ব্যাপারে সংবাদমাধ্যম আল-আহরাম বলেছে, ‘ওয়াদি আল-নাতরুনের কায়রো-আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৮ জন আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫৩ জন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিগুলোতে আরও দেখা গেছে একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এছাড়া কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলতে দেখা যায়।
আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিসরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ১০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post