মাস্কাট সহ ওমানের বিভিন্ন অঞ্চলে প্রবল বজ্রবৃষ্টির বিষয়ে আবহাওয়া সতর্কতা জারি করেছে ওমানের সিভিল এভিয়েশন অথরিটি। ঘূর্ণিঝড় তেজের তেজ কাটিয়ে ওঠার আগেই দেশটিতে নতুন আবহাওয়া বিপর্যয় দেখা দিলো।
CAA-এর মতে, বৃহস্পতিবার থেকেই প্রবল বজ্রঝড় এবং শিলাবৃষ্টির সাথে সাথে মুসান্দাম, বাতিনা, বুরাইমি, মাস্কাট, উত্তর ও দক্ষিণ আস শারকিয়া এবং আল দাখিলিয়াসহ ওমানের বেশিরভাগ অঞ্চলেই ২০ – ৮০ মিলি মিটারের বৃষ্টিপাত শুরু হয়েছে। এরমধ্যে ওমান সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলোয় সর্বোচ্চ বৃষ্টিপাতের কথা বলা হয়। এসময় ঘণ্টায় ২৮ থেকে ৮৩ কিলোমিটারের বাতাসও বইছিলো। আগামী ২ দিন চলমান এই আবহাওয়া বিপর্যয় অব্যাহত থাকবে।
সিভিল এভিয়েশন অথরিটির তরফ থেকে সকল নাগরিক ও প্রবাসীকে বজ্রবৃষ্টির সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ হিসেবে ওয়াদি অতিক্রম না করতে এবং নিচু এলাকা এড়িয়ে চলতে বলা হয়।\
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post