আবারো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর রাতে মাঝারি ধরনের এই ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
আফগানিস্তানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ১৫০ কিলোমিটার গভীরে। রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানা যায়নি।
যুদ্ধবিধ্বস্ত দেশটি চলতি মাসে এ নিয়ে চারবার ভূমিকম্পে কেঁপে উঠল। গত সপ্তাহে হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৪ হাজার প্রাণহানি ঘটে। অনেক বাড়িঘর, ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। এর আগে গত ১৫ অক্টোবর ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল পাকিস্তানে। ১৩ অক্টোবর ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপে দেশটি।
তার আগে গত ১১ অক্টোবর ৬ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্পে কাঁপে দেশটি। হেরাত প্রদেশে আঘাত হানা শক্তিশালী ওই ভূমিকম্পে প্রায় দুই হাজার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে প্রাণহানির সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটির সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post