ওমানে মহামারী করোনা থেকে গত ৬ দিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী সুস্থ হয়েছে। বুধবার (৫-আগস্ট) ওমান স্বাস্থ্যমন্ত্রনালয়ের তথ্য অনুসারে দেখা যায়, দেশটিতে ঈদের ছুটি চলাকালীন ৬ দিনে আট হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। যা দেশটির মোট সুস্থতার হার ৮৭ শতাংশে উন্নীত হয়েছে। বুধবার ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়েছে ৬৯ হাজার ৮০৩ জন।
আরো পড়ুনঃ ওমানে ফ্লাইটের টিকেট এখন হাতের মুঠোয়
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতি অনুসারে, গত ৩০ শে জুলাই দেশটিতে করোনায় সুস্থতার সংখ্যা ছিল ৬১ হাজার ৪৪২ জন। গত ছয় দিনে এই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬০৩ জন। অর্থাৎ এই ছয় দিনে দেশটিতে করোনায় সুস্থ হয়েছেন আট হাজার ৩৮২ জন। বর্তমানে দেশটিতে করোনায় সুস্থতার হার ৮৭ শতাংশ।
আরো দেখুনঃ ওমান থেকে বিশেষ ফ্লাইটের টিকেট যেভাবে পাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post