নোয়াখালীর বেগমগঞ্জ এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার সকালে উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত গৃহশিক্ষকের নাম নিজাম উদ্দিন। তিনি বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের সোলায়মানের ছেলে।
ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে জানান, নিজাম ২০২২ সাল থেকে তার স্কুলপড়ুয়া মেয়েকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। স্বামী প্রবাসে থাকায় কৌশলে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন গৃহশিক্ষক। পরবর্তীতে একই বছরের মে মাসে ভুক্তভোগীকে একটি বাসায় নিয়ে যান। সেখানে জোরপূর্বক ভুক্তভোগীর শ্লীলতাহানি করে গোপনে ভিডিও ধারণ করেন। পরে ঐ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ঐ গৃহবধূর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন।
তার স্বামী দেশে এসে প্রবাস থেকে পাঠানো টাকার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী হিসাব দিতে ব্যর্থ হন। একপর্যায়ে স্বামীকে বিষয়টি জানিয়ে দেন তিনি। মঙ্গলবার মুঠোফোনে পুনরায় টাকা দাবি করেন ঐ গৃহশিক্ষক। বুধবার সকালে ভুক্তভোগীর বাড়িতে দাবিকৃত তিন লাখ টাকা নিতে যান। এ সময় তাকে আটক করে পিটুনি দেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। এরপর ৯৯৯-এ কল করে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইলের অভিযোগে এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post