মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলকে সহায়তায় মধ্যপ্রাচ্যে স্থল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে আমেরিকা। প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ব্যাটালিয়নের পাশাপাশি একটি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) মোতায়েন করা হবে।
স্থানীয় সময় শনিবার রাতে জারি করা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে থাড ও প্যাট্রিয়ট পাঠানোর ঘোষণা দেন। বলেন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ হিসাবে এই দুটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের জন্য প্রস্তুত রাখা আছে বলেও জানান। তবে তাদের সংখ্যা জানানো হয়নি।
থাড সিস্টেমটি ফ্লাইটের টার্মিনাল পর্যায়ে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করার জন্য ডিজাইন করা হয়েছে। তবে স্থলভিত্তিক এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের বিষয়টি প্রশ্ন উত্থাপন করছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো কোথায় যাবে তা এখনো অজানা।
আলজাজিরার প্রতিবেদক হেইডি ঝৌ-কাস্ত্রো এ কথা বলেছেন। ধারণা করা হচ্ছে, ইরাক এবং সিরিয়ায় যেতে পারে। যেখানে যুক্তরাষ্ট্রের সেনারা রয়েছে। ইরাকে দুই হাজার ৫০০ এবং সিরিয়ায় ৯০০ মার্কিন সেনা রয়েছে।
৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে ইসরাইলকে দফায় দফায় সহায়তা করছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে একটি বিমানবাহী রণতরি, জাহাজ এবং জেটগুলোকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠিয়েছে। পেন্টাগন প্রায় দুই হাজার সেনাকে হাই অ্যালার্টে রেখেছে।
এরই মধ্যে নতুন করে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর এ ঘোষণাটি আসে। এছাড়াও ইসরাইলকে অতিরিক্ত সরঞ্জাম ও গোলাবারুদ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন কংগ্রেসের কাছে ইসরাইলের জন্য অতিরিক্ত ১৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা চেয়েছেন। এটি কতটুকু কার্যকর হবে তা স্পষ্ট নয়।
সহায়তা প্রদানের পাশাপাশি ইসরাইলে সফরও করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। প্রেসিডেন্ট বাইডেনসহ প্রতিরক্ষা সচিব অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সফরের নামে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তাদের অটুট সমর্থনের কথা জানান।
আরও দেখুন:
https://www.youtube.com/watch?v=R7pYw348nHs
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post