বৈধ চ্যানেলে পাঠানো রেমিট্যান্সের ওপর সরকারি আড়াই শতাংশ এবং ব্যাংকের আরও বাড়তি আড়াই শতাংশ প্রণোদনা মিলিয়ে মোট পাঁচ শতাংশ প্রণোদনা পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। প্রণোদনার এ ধারা অব্যাহত থাকলে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে আগ্রহী হবেন তারা। এতে টাকা পাঠানো যেমনি নিরাপদ হবে, একইভাবে রেমিট্যান্সের পালেও লাগবে সুবাতাস।
এরই মধ্যে অক্টোবরের প্রথম ২০ দিনে গত মাসের একই সময়ের তুলনায় বেড়েছে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ। আশা করা যাচ্ছে, বাড়তি প্রণোদনায় এই প্রবাহ আরও বাড়বে।
বিগত কয়েক মাসে জেলাভিত্তিক রেমিট্যান্সের হিসাব থেকে দেখা যায়, দেশে যে প্রবাসী আয় আসে তার বড় একটি অংশ আসে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলা থেকে। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে দেশে যত প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে, তার ৫২ শতাংশের বেশি এসেছে এ চার জেলা থেকে।
এসব জেলার প্রবাসীরা বলছেন, মাঝে ব্যাংকিং চ্যানেলের সঙ্গে খোলা বাজারে ডলারের রেটে তারতম্য হওয়ায় অনেক প্রবাসী বৈধ চ্যানেল রেখে হুন্ডিতে টাকা পাঠিয়েছেন। এখন প্রণোদনা পাঁচ শতাংশ হওয়ায় আবারও বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আগ্রহ বাড়ছে তাদের।
এক প্রবাসী বলছিলেন, নতুন প্রণোদনার খবর প্রবাসীদের জানাতে পারলে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও আগ্রহী হবেন তারা। এর আগে অক্টোবরের ২০ তারিখে ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন এবিবির এক বৈঠকে প্রণোদনা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়, ২২ অক্টোবর থেকে যা কার্যকরের নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post