ইয়েমেনের উপকূলে উঠে আসার আগে ওমানের ধোফার ও আল ওস্তায় ব্যাপক তাণ্ডবযজ্ঞ চালায় ঘূর্ণিঝড় তেজ। ঝোড়ো হাওয়ার বজ্রবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বাংলাদেশিসহ অন্যান্য প্রবাসী এবং বাসিন্দারা ঝুঁকি এড়াতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। এরমধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত অন্যান্য অঞ্চলের মধ্যে রাখ্যুত প্রদেশে সর্বোচ্চ ২৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যদিও এখনও পর্যন্ত মানুষের প্রাণহানি, আটকে থাকা, ডুবে যাওয়া কিংবা কারোর দুর্দশার খবর পায়নি ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট
এর আগে ধোফারের সিভিল ডিফেন্স অ্যাম্বুলেন্স অথরিটি সালালার শাত এলাকায় একটি যানবাহন কাদায় আটকা পড়ার কথা জানিয়েছে। সতর্কতা বিবেচনায় তাই নাগরিক এবং বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানায় তারা। এদিকে ভারী বৃষ্টির ফলে ধলকোট এবং রাখ্যুত ডিস্যালিনেশন প্ল্যান্ট বন্ধ হয়ে পড়েছে। কর্তৃপক্ষ বলছে, বৃষ্টিপাত বন্ধ হলে তা পুনরায় চালু করা হবে। এছাড়া মংগলবার সকাল থেকেই বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ ফিরে এলেও অন্যান্য যায়গার আংশিক বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও সমাধান করা হচ্ছে।
তেজের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বিভিন্ন তথ্য ও ছবি গণমাধ্যমে উঠে এসেছে। চলমান বৃষ্টিপাতের কারণে বণ্যার পানি আরও বাড়তে পারে। তাই চলাচলের ক্ষেত্রে তুলনামূলক নিম্নাঞ্চল এবং ওয়াদি পরিহার করার পরামর্শ দেয়া হয়। এছাড়া এই বৃষ্টিপাত পরবর্তী কয়েকঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post