আগামী মাসের শুরুতে সৌদি আরবের জেদ্দায় নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বসছে। ওই সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ করেছে দেশটি। সম্মেলনে যোগ দিতে আগামী ৬ নভেম্বর সৌদিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারপ্রধানের।
কূটনৈতিক সূত্রগুলো থেকে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফিলস্তিন ইস্যুতে গত বৃহস্পতিবার গণভবনে ঢাকায় নিযুক্ত ইসলামী সহযোগী সংস্থার দূতদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে যোগ দিতে এসে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেপ আল দুহাইলান প্রধানমন্ত্রীকে আগামী ৬ থেকে ৮ নভেম্বর জেদ্দায় অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। সরকারপ্রধান সম্মেলনে যাওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, ওই সম্মেলনে যোগ দিতে আগামী ৬ নভেম্বর জেদ্দায় যেতে পারেন প্রধানমন্ত্রী।
গত মার্চে মৌরিতানিয়ায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই ইসলাম ও নারী বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়। ২০৩৪ সালে বিশ্বকাপের আয়োজক হতে বাংলাদেশের সমর্থন চেয়ে সৌদি সরকারের আরেকটি চিঠি তুলে দেয়া হলে শেখ হাসিনা তাতেও সম্মতির কথা জানান। এর আগে গত সেপ্টেম্বরে ভারতে শেখ হাসিনা ও যুবরাজের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে প্রবাসীদের নিয়ে একাধিক প্রসঙ্গ উঠে আসে। সেই ধারাবাহিকতায় এবারের সফরেও প্রবাসীদের একাধিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনার সম্ভাবনা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post