বিভিন্ন ইউনিভার্সিটির ভুয়া সনদ ব্যবহার করে ভিসা লাগানোয় আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা জটিলতার সৃষ্টি হয়েছে। প্রতারক চক্রের কারণে দেশের সম্মানও ক্ষুন্ন হচ্ছে। তবে সঠিক পন্থায় সরাসরি কাজের ভিসা নিয়ে আমিরাতে আসার পথ খোলা আছে। দুবাইয়ের একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টের উদ্বোধনকালে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর এসব কথা বলেন। এসময় দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলার আশিষ কুমার সরকার উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আরব আমিরাতের কোনো ভিসাই বন্ধ নেই। সঠিক জায়গায় ভিসা নিয়ে দূতাবাস কিংবা কনস্যুলেটের লেবার উইং থেকে সত্যায়িত করে তবেই দেশ থেকে আসতে হবে। শ্রমিক ভিসা বন্ধের বিষয়ে রাষ্ট্রদূত জানান, যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী সব ভিসাই দেয়া হচ্ছে।
তিনি বলেন, আমিরাতের ভিসায় এখন শ্রেণিবিন্যাস রয়েছে। সাধারণত ভিজিট ভিসায় এসে কাজের ভিসায় পরিবর্তন করা যায় না। তবে ভিজিট ফর জব সিকার নামের ভিসা নিয়ে স্কিলড লোকেরা এসে ওয়ার্ক পারমিট ভিসায় পরিবর্তন করতে পারেন। এছাড়া স্কিল ভিসা চালুই আছে। এসময় সাধারণ প্রবাসী ও দেশ থেকে আমিরাতে আসতে আগ্রহীদের দালালদের থেকে সাবধান হতেও পরামর্শ দেন রাষ্ট্রদূত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post