বাংলাদেশের আবাসন খাতে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট আবাসন প্রতিষ্ঠানগুলোকে অধিক সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। এসময় বেশ কয়েকজন প্রবাসী কিছু আবাসন প্রকল্পে তাদের স্বপ্নভঙ্গের কথা তুলে ধরেন।
তারা বলেন, দায়বদ্ধতা নিয়ে যদি সকল প্রকল্প এগিয়ে আসত, তাহলে প্রবাসীদের মাঝে নিরাপদ বিনিয়োগ নিয়ে এত হতাশা থাকত না। সংযুক্ত আরব আমিরাতের এক মতবিনিময় সভায় আলোচকরা এ কথা বলেন।
বাংলাদেশের এমন কিছু আবাসন প্রকল্প আছে, যেগুলো প্রবাসীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত বিনিয়োগকে নিরাপদ রাখতে চান। তাই, তারা এমন প্রকল্প খুঁজে বেড়ান, যেখানে তাদের বিনিয়োগের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়। পাশাপাশি প্রবাসীরা যাতে সহজে ও দ্রুততম সময়ে প্রকল্প বুঝে পান, সংশ্লিষ্ট আবাসন প্রকল্পের মালিকদের প্রতি সে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
দুবাইয়ের পনিক্স হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী এক মেলার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে আবাসন প্রকল্পে বিনিয়োগ করার আগ্রহ নিয়ে অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত হয়েছিলেন।
বক্তারা বলেন, আমিরাত আবাসন প্রকল্পে বিনিয়োগের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকতে পারে। বাংলাদেশের আবাসন প্রকল্পেও প্রবাসীদের বিনিয়োগের নিরাপত্তার জন্য আমিরাতের আবাসন প্রকল্পের নীতিমালা বাস্তবায়নে অনুরোধ জানানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post