সৌদি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র সেবা চালুর লক্ষ্যে রিয়াদের বাংলাদেশ দূতাবাসে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি দল এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, চলতি মাসেই সৌদি আরব প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট থেকে এ সেবা প্রদান করা হবে।
এদিকে প্রবাসীদের বাংলাদেশিদের প্রশংসায় ভাসিয়েছেন সৌদি আরবের আল জউফ প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ আল সউদ। মঙ্গলবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আল জউফের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন গভর্নর। আল জউফের গভর্নর বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সৌদি আরব অত্যন্ত মূল্যায়ন করে। জউফ প্রদেশে কর্মরত বাংলাদেশিরা আমার ভাই, তাদের সাহায্য ও সহযোগিতা করা আমার দায়িত্ব বলে মনে করি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post