ওমান সাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে আগামী রোববার থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ দিয়েছে দেশটির মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার। এক সতর্ক বার্তায় বলা হয়েছে, সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ওমান-ইয়েমেন উপকূলের দিকে অগ্রসর হবে। এবং আগামী রোববার বিকেল থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে মেঘ ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আল উস্তা এবং ধোফারে যার মাত্রা থাকবে সর্বোচ্চ।
একই সঙ্গে, আবহাওয়া অধিদপ্তরের দেয়া বুধবারের ওই বিবৃতিতে সম্ভাব্য বজ্রবৃষ্টি বিষয়ে সতর্কতা দেয়া হয়েছে, এসময় ১৫ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত এবং নিম্নমুখী বাতাস বইবে। ওই আবহাওয়া বার্তায় দক্ষিণ এবং উত্তর আল বাতিনাহ, দাখিলিইয়াহ, মাস্কাট, আল দাহিরা এবং আশ শারকিয়াহর পর্বতময় অঞ্চলে আবয়াওয়ার নেতিবাচকতা সবচেয়ে প্রবল হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।
আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, রোববার বেশিরভাগ প্রদেশেই মেঘের প্রভাব এবং বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। ধোফার ও আল উস্তা এলাকায় নিম্নচাপের সর্বোচ্চ প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকাগুলোতে ঢল নামতে পারে বলে আশংকা করা হচ্ছে। বৃষ্টিপাতের সময় ওয়াদি অর্থাৎ পাহাড়ি নিম্নাঞ্চল পারাপার না হতে বলা হয়েছে। সেইসাথে নিচু স্থান এড়িয়ে চলবার অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post