গাজায় যুদ্ধক্ষেত্র থেকে বেশ কিছু ইহুদিবাদী সেনা পালিয়ে গেছে। ফার্স বার্তা সংস্থা ইহুদিবাদী টিভি চ্যানেল-টেনের বরাত দিয়ে জানিয়েছে, ওইসব সেনা গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধী।
দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে গাজা যুদ্ধ নিয়ে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। ঊর্ধ্বতন বহু সেনা কর্মকর্তা রণাঙ্গন ছেড়ে চলে গেছেন বলেও খবর পাওয়া গেছে। খবর পার্স টুডেরবেশ কয়েকদিন ধরে ইহুদিবাদী মিডিয়া গাজা উপত্যকায় দখলদার সেনাবাহিনীর স্থল হামলার পরিকল্পনার কথা প্রচার করে যাচ্ছে। গাজায় স্থল অভিযানের ব্যাপারে ইহুদিবাদী মন্ত্রিসভার অনুমোদনের কথাও ফলাও করছে।
ইসরায়েলি মিডিয়া দাবি করছে, দখলদার সেনা কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্যের বিষয় হলো গাজার কতোটা গভীরে তারা অনুপ্রবেশ করবে-তা নিয়ে।
কেননা ইসরায়েলসহ পশ্চিমা বিশ্লেষকরা গাজায় ইহুদিবাদীদের স্থল অভিযানের বিষয়ে সতর্ক করেছেন। তারা স্থল অভিযানে হামাস আন্দোলনকে মোকাবেলা করার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে সন্দেহ করছেন। ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্নেল মিডল ইস্ট আই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, গাজায় স্থল অভিযান ইসরায়েলি রিজার্ভ ফোর্সের জন্য নরক হয়ে উঠতে পারে। কারণ ইসরায়েলি সেনারা এ ধরনের অভিযানের জন্য যথেষ্ট প্রশিক্ষিত নয় বলে এই সামরিক কর্মকর্তা স্পষ্ট মন্তব্য করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post