বোমা আতঙ্কে উড়োজাহাজের জরুরি অবতরণ নতুন নয়। তবে এবার একটু ভিন্ন ঘটনা ঘটেছে কোপা এয়ারলাইন্সের ফ্লাইটে। বিমানটি পানামা সিটি থেকে টাম্পার উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড্ডয়নের প্রায় এক ঘন্টা পর সন্দেহভাজন বোমা আতঙ্কে জরুরি অবতরণ করতে হয়।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, শুক্রবার পানামা সিটির টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লোরিডার টাম্পা যাওয়ার পথে কোপা এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে। উড়োজাহাজের ওয়াশরুমে একটি সন্দেহজনক বস্তু থাকার খবরে এই অবতরণ।
টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজে থাকা ১৪৪ যাত্রীকে সরিয়ে নেওয়া হয়। বিমানবন্দরের নিরাপত্তা দল ও বিস্ফোরক নিস্ক্রিয় দল উড়োজাহাজটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। এরপর দেখা যায়, সন্দেহভাজন বোমাটি আসলে একটি ডায়াপার ছিল।
পানামার ন্যাশনাল পুলিশ অফিশিয়াল এক্সে লিখেছে, এয়ারলাইন্সে একটি সন্দেহজনক বস্তু আছে এমন সতর্কতার পর বিশেষ বাহিনীর ইউনিটগুলো জরুরি প্রোটোকল চালু করে। এর পর যাচাই করে দেখা যায়, এটি একটি অ্যডাল্ট ডায়াপার ছিল।
বিমানবন্দরের নিরাপত্তা দলের প্রধান হোসে কাস্ত্রো বলেন, ‘আমাদের রানওয়ে সুরক্ষিত ছিল। পুলিশের বিশেষ বিস্ফোরক নিস্ক্রিয় ইউনিট এবং বিশেষ বাহিনী বস্তুটি পরীক্ষা করে দেখে এটি একটি ডায়াপার, কোনোরকম ঝুঁকি নেই।’
এদিকে টাম্পাগামী ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ছেড়েছিল, নিরাপত্তাজনিত কারণে পানামা সিটিতে ফিরে আসার পর এটি দুপুর ২টার কিছু পরে আবার উড্ডয়ন করে। সন্ধ্যা ৭টা নাগাদ উড়োজাহাজটি নিরাপদে টাম্পায় পৌঁছায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post