গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বলেছেন, যদি ইসরায়েল আগ্রাসন না থামায় তাহলে মনে রাখতে হবে যে অঞ্চলের সব দলের হাত ট্রিগারে রাখা আছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। গত ৭ অক্টোবর শুরু হয় এ যুদ্ধ।
এ যুদ্ধ প্রসঙ্গে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই এ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংঘাত ছড়িয়ে পড়বে না মর্মে গ্যারান্টি দিতে পারছেন না। সংঘাত বাড়ানো বন্ধ করতে হলে গাজার বাসিন্দাদের ওপর হামলা বন্ধ করতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানও আশঙ্কা করছেন যে, ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহের সঙ্গে সংঘাতের পর এরই মধ্যে লেবাননের সীমান্তে ট্যাংক পাঠিয়েছে ইসরায়েল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post