ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মধ্যে ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েন করছে। এই সহায়তার মধ্যে রয়েছে অস্ত্র, গোলাবারুদ, এবং সামরিক সরঞ্জাম। এরইমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটি।
শনিবার মার্কিন এয়ার ফোর্সেস সেন্ট্রাল মধ্যপ্রাচ্য অঞ্চলে এফ-১৫ই যুদ্ধবিমান এবং এ-১০ গ্রাউন্ড অ্যাটাক জেট মোতায়েনের ঘোষণা দিয়েছে।
এদিকে চলমান সংঘাতে উত্তেজনার পারদ আরও বৃদ্ধি পাওয়ায় ইসরায়েলের কাছে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ’ করতে এ দুটি বিমানবাহী রণতরী একটি ক্রমবর্ধমান মার্কিন বাহিনীতে যোগ দেবে। সেখানে এরই মধ্যে মার্কিন বিমান বাহিনীর তিনটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে।
বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ৪৯৬তম এক্সপিডিশনারি ফাইটার স্কোয়াড্রন এবং ৩৫৪তম এক্সপিডিশনারি ফাইটার স্কোয়াড্রন ইসরায়েলে বিমান হামলাকে আরও ত্বরান্বিত করবে।
https://www.youtube.com/watch?v=R7pYw348nHs
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post