হিরাটের ভূমিকম্পে কিছুদিন আগেই বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছিল। ফের ওই অঞ্চলেই ভূমিকম্প।
নতুন করে ভূমিকম্প আফগানিস্তানের হিরাট অঞ্চলে। রোববারের ভূমিকম্পে আবার মৃত্যু হয়েছে অনেকের। এর আগে হিরাটের ভূমিকম্পেই বহু মানুষের মৃত্যু হয়েছিল।
রোববার স্থানীয় সময় ভোর ৮টা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে হিরাট অঞ্চল। বিশেষজ্ঞদের বক্তব্য, হিরাট থেকে ৩৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের এপিসেন্টার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক তিন।
প্রথম ভূমিকম্পের ২০ মিনিট পর আফটার শক বা দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা তখন ছিল পাঁচ দশমিক পাঁচ। বস্তুত, মাত্র কয়েক সপ্তাহ আগেই ওই অঞ্চলে ভূমিকম্প হয়েছিল। ঘটনায় হাজারখানেক মানুষের মৃত্যু হয়েছিল। এখনো বেশ কিছু অঞ্চলে উদ্ধারকাজ চলছে। বেশ কিছু অঞ্চল সম্পূর্ণ ধসে পড়েছে। এই পরিস্থিতিতেই দ্বিতীয়বার ভূমিকম্প হওয়ায় সমস্ত জায়গায় উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। ফলে হতাহতের হিসেবও এখনো সম্পূর্ণ স্পষ্ট নয়। তবে এবারেও বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ৩৫ জন আহত হয়েছে। প্রথম ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাওয়ায় অনেকেই বাইরে ঘুমোচ্ছিলেন।
এর আগে ৭ অক্টোবর ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানের হিরাটে। ওই ঘটনায় প্রায় হাজারদুয়েক মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন প্রায় ২০ হাজার মানুষ। এখনো পর্যন্ত সমস্ত জায়গায় পৌঁছানো যায়নি বলে সংবাদমাধ্যমের দাবি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post