হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতের এক সপ্তাহ পর, মিসর রাফাহ সীমান্তে দেয়াল নির্মাণ শুরু করেছে। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এই সীমান্ত দিয়ে যাতায়াতের উপর বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল। এরপর মিসর নিজেদের সীমান্তে দেয়াল নির্মাণের সিদ্ধান্ত নেয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, এ ব্যাপারে ইসরায়েলও কঠোর বার্তা দিয়েছে। তবে সব বার্তাই ফিলিস্তিনিদের বিপক্ষে যাচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গাজা থেকে মিসর যেতে হলে এখন ইসরায়েলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে। পেতে হবে অনুমতি।
মানবাধিকার নিয়ে কাজ করা সিনাই ফর হিউম্যান রাইটস এক্সে একটি ছবি শেয়ার করেছে। ছবিতে দেখা যায়, কংক্রিটের নতুন দেয়াল তুলেছে মিসরের সেনাবাহিনী।
Breaking news:
The Egyptian army closes the Rafah land crossing-borders’ gate from the Egyptian side by constructing high cement barriers.#Gaza pic.twitter.com/Hs94ymHtLD— Sinai for Human Rights (@Sinaifhr) October 14, 2023
এ ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেন, ‘গাজা থেকে মিসরে যাওয়া আপাতত বন্ধ আছে। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সমন্বয় না করে কেউ মিসরে যেতে পারবেন না। এমনকি সেখান থেকে আসাও যাবে না।’
এদিকে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২ হাজার ২১৫ জন নিহত হয়েছেন। শনিবার এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৭২৪ শিশু ও ৪৫৮ জন নারী রয়েছে। আহত হয়েছে ৮ হাজার ৭১৪ জন।
ইসরায়েলের বোমা হামলায় এক দিনেই ৩২৪ জন নিহত হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন ১ হাজারের বেশি।
https://www.youtube.com/watch?v=sQkcAn81ibA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post