বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ চলাকালে ‘ফ্রি প্যালেস্টাইন’ পোস্টার নিয়ে স্টেডিয়ামে যাওয়ায় দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতের পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবারের ম্যাচে এম এ চিদাম্বরম (চিপক) স্টেডিয়ামে প্রবেশের সময় দর্শকদের হাতে কলম ও কাগজ দেওয়া হয়েছিল, যাতে তারা নিজেদের প্রিয় দল ও খেলোয়ারদের হয়ে সমর্থন জানাতে পারেন। কিন্তু নিজের প্রিয় দল বা প্রিয় খেলোয়ারকে সমর্থন করার বদলে ‘ফ্রি প্যালেস্টাইন’ লিখেন।
বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ম্যাচ শুরুর সময় থেকেই গোটা বিশ্বের নজর কাড়তে স্টেডিয়ামের সি-স্ট্যান্ড থেকে অনবরত ওই পোস্টার নাড়াতে থাকেন তারা। টিভি ক্যামেরায়ও বিষয়টি ধরা পড়ে। বিষয়টি নজর এড়ায়নি স্টেডিয়াম কর্তৃপক্ষের। পরে তাদের দর্শক আসন থেকে আটক করে পুলিশ।
আটক দুজন হচ্ছেন মোহাম্মদ উল হাসান ও ফিরোজ আলী।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই দুই বাংলাদেশি চিকিৎসা করাতে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এন্ড হসপিটালে এসেছিলেন। আর তারই ফাঁকে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ক্রিকেট ম্যাচ দেখতে স্টেডিয়ামে যান তারা। দীর্ঘ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদে সন্দেহজনক কিছু না মেলায় রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post