ফিলিস্তিনকে দেওয়া ইসরায়েলের আল্টিমেটামের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এমন পদক্ষেপের মধ্য দিয়ে শান্তির দিকে যাওয়া সম্ভব হবে না। গাজা ফিলিস্তিনের ঐতিহাসিক ভূমির অংশ। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুতিন বলেন, এটা এভাবে মূল্যায়ন করা খুবই কঠিন। এটা সেই জায়গা যেখানে ফিলিস্তিনিরা বসবাস করে আসছে। এটা তাদের ঐতিহাসিক ভূমি। যদি কখনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে গাজাকে নিয়েই হবে। আমার মতে, এটার মাধ্যমে শান্তির দিকে যাওয়া সম্ভব নয়।
পুতিনের এমন বক্তব্যের সময় ফিলিস্তিনের হয়ে কথা বলেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধের মূল কারণ ফিলিস্তিনের প্রতি ঐতিহাসিক অবিচার। এ সংঘাতের মূলে রয়েছে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বাস্তবায়নে দীর্ঘ বিলম্ব। ঐতিহাসিক এ অবিচারের কারণে ফিলিস্তিনিদের দুর্ভোগে ফেলা কোনোভাবেই সঠিক ছিল না।
এর আগে যুদ্ধ শুরু হলে নিজেদের অবস্থান জানায় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন চীন। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই। এ সময় তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় ও যাতে পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য তিনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
https://www.youtube.com/watch?v=sQkcAn81ibA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post