ওমানের সুলতান হাইথাম বিন তারিককে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আরব ও বন্ধুত্বপূর্ণ ইসলামিক দেশগুলির নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি ওমানের সুলতানকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি সুলতানের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে ওমানের সকল জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আশীর্বাদ ও মঙ্গল কামনা করা হয়।
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ওমানের সুলতান ও ওমানি জনগণের প্রতি শুভেচ্ছা জানান। সর্বশক্তিমান আল্লাহর কাছে সুলতানের মহিমা রক্ষা করার জন্য ও তার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু দান জন্য প্রার্থনা করেন। মুসলিম জাতির কল্যাণ ও মঙ্গল কামনা প্রার্থনা করেন বিশ্ব নেতারা।
আরো পড়ুনঃ ওমানে সামরিক বাহিনীর ছবি বা ভিডিও করা গুরুতর অপরাধ
বাংলাদেশের রাষ্ট্রপতি ছাড়াও মহিমান্বিত সুলতানকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আররের দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা। বাহরাইনের শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতারের শেখ সাবাহ আল আহমেদ আল জাবির আল সাবাহ, কুয়েতের আমির, দ্বিতীয় জর্ডানের রাজা আবদুল্লাহ, মরোক্কোর রাজা, তিউনিসিয়ার রাষ্ট্রপতি কাইস সাইদি, আলজেরিয়ার রাষ্ট্রপতি আবদেলমাদজিদ তেবউউন, জিবুতির রাষ্ট্রপতি ইসমাইল ওমর গুয়েলেহ, সুদানের রাষ্ট্রপতি সামরিক কাউন্সিলের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান, রাষ্ট্রপতি ডঃ বাশার আল আসাদ। সিরিয়ান আরব প্রজাতন্ত্র, সোমালিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল্লাহি ফারমাজো, ইরাকের রাষ্ট্রপতি ডঃ বারহাম আহমেদ সালিহসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি।
আরো দেখুনঃ ওমানের বিশেষ ফ্লাইট প্রসঙ্গ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post