মহামারী করোণা প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধের পর অবশেষে ওমানের বাণিজ্যিক কেন্দ্রবিন্দু মাস্কাটের রুই অঞ্চলের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার অনুমতি প্রদান করেছে মাস্কাট সিটি করপোরেশন। বুধবার ওমান ডেইলির এক সংবাদে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে, “এখন থেকে সপ্তাহের ছুটির দিনেও রুই অঞ্চলের সমস্ত বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে ব্যবসায়ীরা। মাস্কাট সিটি করপোরেশনের ঘোষণা অনুযায়ী সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬ টা নাগাদ উক্ত অঞ্চলের ব্যবসায়ীরা তাদের ব্যবসা আগের মতো পুনরায় পরিচালনা করতে পারবে। তবে অবশ্যই স্বাস্থ্য সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করতে বলা হয়েছে।
আরো পড়ুনঃ ওমানে সামরিক বাহিনীর ছবি বা ভিডিও করা গুরুতর অপরাধ
বুধবার (২৯-জুলাই) মাস্কাট সিটি করপোরেশনের অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ”মাস্কাট পৌরসভা সপ্তাহান্তে রুই মার্কেটের সমস্ত বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে। এটি সুপ্রিম কমিটির সাথে সমন্বয় করে ঘোষণা করা হয়েছে। তবে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সতর্কতামূলক ব্যবস্থা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সবাইকে লক্ষ রাখতে হবে।”
আরো দেখুনঃ ওমানের বিশেষ ফ্লাইট প্রসঙ্গ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post