মালদ্বীপে এক নারীর আচমকা ছুরিকাঘাতে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন এক প্রবাসী বাংলাদেশি। ওই প্রবাসীর নাম মো. আলাউদ্দিন। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে আটক করেছে দেশটির পুলিশ। শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় পুলিশ। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। আলাউদ্দিনের বাড়ি কুমিল্লায়।
রাজধানী মালের এই ঘটনার সময় স্থানীয় এক নারী একটি মোবাইলের দোকানে প্রবেশ করেন। এ সময় তিনি ওই বাংলাদেশি কর্মচারীর সঙ্গে কথা বলতে থাকেন। কথা বলার একপর্যায়ে নারী তার পকেট থেকে ছুরি নিয়ে প্রবাসীর ঘাড়ে আঘাত করে দোকান থেকে পালিয়ে যান। আঘাতের সময় প্রবাসী আলাউদ্দিন এই ঘটনার ব্যাপারে সম্পুর্ণ অজ্ঞাত ছিলেন। আচমকা এই ঘটনায় তিনি চমকে যান।
মালদ্বীপের এডিকা হাসপাতালে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা গুরুতর। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ এ ঘটনার বিস্তারিত জানার জন্য অব্যাহত চেষ্টা চালাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post