জাতীয় দিবসকে সামনে রেখে শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান। বিভিন্ন অঞ্চলে নিয়ম করে অভিযান চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এসব অভিযানে অন্তত কয়েকশ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন।
সবশেষ শনিবার রাজধানী মাস্কাটে বসবাসরত প্রবাসীদের বাসাবাড়িতে তল্লাশি চালিয়েছে শ্রম কল্যাণ বিভাগ। এসময় অন্তত ৫৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তারা কেউই ওয়ার্ক পারমিট এবং বৈধ নথিপত্র দেখাতে পারেননি। একইদিন সিনাউতে অপর এক অভিযানে বেশ কয়েকজন অবৈধ প্রবাসী হকারকে গ্রেপ্তার করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ ও উত্তর আশ শারকিয়্যা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন সড়কে রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করে শ্রম মন্ত্রণালয়। পরে বৈধ কাগজপত্র যাচাইয়ে ওইসব প্রবাসীরা ধরা পড়েন। তাদের বিরুদ্ধে দেশটির প্রচলিত শ্রম আইন এবং মন্ত্রণালয়ের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এদিকে মাস্কাটে অবৈধ হকারি বিক্রেতাদের উপর অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ, এরমধ্যে সিব অঞ্চলের এক অভিযানে ২ হাজার কেজিরও বেশি খাবার এবং সরঞ্জাম জব্দ করে মাস্কাট মিউনিসিপ্যালিটি। তারা বলছে, চলমান এই অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের ধরতে পারলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post