হামাসের হামলার পর ইসরায়েলকে একটি বিমানবাহী রণতরী, জাহাজ এবং জেট পাঠিয়েছে আমেরিকা। পূর্ব ভূমধ্যসাগরে দিয়ে নিয়ে যাওয়া এসব যুদ্ধ সরঞ্জাম ইসরায়েলের খুব কাছাকাছি রয়েছে। এ ছাড়াও ইসরায়েলকে অতিরিক্ত সরঞ্জাম ও গোলাবারুদও দেবে বলে জানিয়েছে আমেরিকা। সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলাকে একটি ভয়ংকর আক্রমণ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, নিহত ও বন্দী হওয়া ব্যক্তিদের মধ্যে তাদের নাগরিকেরাও আছে কিনা তা যাচাই–বাছাইয়ের জন্য কাজ করছে আমেরিকা।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী, একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার এবং চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যন্ত্র ইসরায়েলে যাচ্ছে। মার্কিন যুদ্ধবিমানও পাঠানো হবে।
হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, আগামী দিনে ইসরায়েলকে আরও সামরিক সহায়তা পাঠানো হবে। এ ছাড়া যেকোনো পরিস্থিতিতে তারা ইসরায়েলের পাশে আছে বলে নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত শনিবার ভোরে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ফিলিস্তিনির বাহিনী হামাস। হামাসের ছোঁড়া ৭ হাজার রকেটে এখন পর্যন্ত ৬০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, প্রতিশোধ নিতে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩১৩ জন নিহত হয়েছে।
https://www.youtube.com/watch?v=DaSgcNQ0QO8
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post