ওমানে প্রতি ঈদে এবং দেশটির বিশেষ দিন উপলক্ষে সুলতানের পক্ষথেকে জেলবন্দিদের রয়্যাল ক্ষমা ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় এবারের আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক দেশটিতে বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত ৪৩৩ জন বন্দিকে রয়্যাল ক্ষমা জারি করেছেন। ক্ষমাপ্রাপ্তদের মাঝে ২৭৭ জন বন্দি বিদেশি নাগরিক রয়েছে বলে জানাগেছে।
আরো পড়ুনঃ ওমানের মর্গে পড়ে আছে বাংলাদেশির লাশ, খোঁজ নেই পরিবারের
তবে এদের মধ্যে কোনো বাংলাদেশী রয়েছে কিনা এটা জানা যায়নি। মঙ্গলবার (২৮-জুলাই) ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এই সংবাদ প্রচার করা হয়। ওমানের জাতীয় সংবাদ মাধ্যমে আরো বলা হয়েছে যে, সুলতান রাজকীয় ক্ষমাটি ১৪৪৪ হিজরিতে ঈদ-উল আযহা উপলক্ষে ও কারাবন্দীদের পরিবারে কথা বিবেচনায় তাদের রয়্যাল ক্ষমা ঘোষণা করেছেন সুলতান হাইথাম বিন তারেক।
উল্লেখ্যঃ গত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ওমানের জেলে বন্দী বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৭৯৭ জন বন্দীকে ক্ষমা ঘোষণা করেন দেশটির সুলতান হাইথাম বিন তারেক।
আরো দেখুনঃ ওমানের বিশেষ ফ্লাইট প্রসঙ্গ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post