ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণের মহাপরিচালক ডা. সাইফ বিন সালাম এর মতে দেশটির বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকর হওয়ার পর থেকে করোনা রোগীর সংখ্যা কিছুটা কমেছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ওমান টিভিতে দেওয়া এক সাক্ষাতকারের সময় ডা. সাইফ বিন সালাম আল আব্রি বলেন, “দেশটির কিছু এলাকায় লকডাউন কার্যকর হওয়ায় করোনা রোগীর সংখ্যা কিছুটা কমেছে। আমরা করোনা সংক্রমণের সংখ্যা কমানোর লক্ষ্যে কাজ শুরু করেছি এবং আমরা আশা করি যে, সপ্তাহের শেষের দিকে ও ছুটির সময়গুলিতে উল্লেখযোগ্য হারে করোনা রোগীর সংখ্যা হ্রাস পাবে।
আরো পড়ুনঃ ওমানের মর্গে পড়ে আছে বাংলাদেশির লাশ, খোঁজ নেই পরিবারের
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post