ওমানে আসন্ন ঈদ-উল আযহাতে সকল নাগরিক এবং প্রবাসীদের সতর্ক ও নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম কমিটি। ঈদের দিন দিনের বেলা যতটা সম্ভব সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দেশটিতে করোনা মোবাবেলায় সুপ্রিম কমিটির সোমবার (২৭-জুলাই) একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় সুপ্রিম কমিটির চেয়ারম্যান এবং ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী হামুদ বিন ফয়সাল আল বুসাইদী ও জরুরি অবস্থা ব্যবস্থাপনার জাতীয় কেন্দ্রের মহাপরিচালক সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিতি ছিলেন। এই সময় সভায় জানানো হয় যে, “দেশটিতে করোনা মহামারীটি রোধ করতে ও তার বিস্তার রোধে সামাজিক দূরত্বসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘আসন্ন ঈদে ছুটির দিন উপলক্ষে সুপ্রিম কমিটি দেশটির সুলতান হাইথাম বিন তারেক আরব ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক অভিনন্দন প্রকাশ করেছেন। কমিটি ওমানের বিভিন্ন এলাকা করোনা রোধে সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সকল প্রকার জমায়েত নিষিদ্ধ করে সকল বাসিন্দারে সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন।
আরো পড়ুনঃ ওমানে কমতে শুরু করেছে আক্রান্ত
সুপ্রিম কমিটি দেশের সকলকে ঈদের দিন খুব সাবধান হওয়ার আহ্বান জানিয়েছে। দিনের বেলা যতটা সম্ভব চলাচল কমিয়ে আনার ও সামাজিক যেকোনো ধরণের সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ করেছে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে জমায়েত জনগণের বিশাল গোষ্ঠীর মধ্যে সংক্রমণ ঘটায়।
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post