২০২৩ সালের প্রথম সাত মাসে বিশ্বব্যাপী পর্যটকদের আগমনের সংখ্যায় সৌদি আরব দ্বিতীয় স্থানে রয়েছে। এই অর্জনের ফলে দেশটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে।
সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের মতে, ২০১৯ সালের জুলাইয়ের শেষ পর্যন্ত বা প্রথম সাত মাসের চেয়ে এটি ৫৮ শতাংশ বেশি।
এ তথ্য গত সেপ্টেম্বরে জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন থেকে নিয়ে প্রকাশ করে ইউএনডব্লিউটিও ওয়ার্ল্ড ট্যুরিজম ব্যারোমিটার।
রিয়াদ ২৭-২৮ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের আয়োজন করে, যা বিশ্বব্যাপী পর্যটন খাতে দেশটির প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানানো হয়।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেছেন, এই অর্জন মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সমর্থন ছাড়া সম্ভব হতো না।
আল-খতিব আরও বলেন, সর্বশেষ এই র্যাঙ্কিং বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্য হাসেবে সৌদি আরবের মর্যাদাকে শক্তিশালী করেছে। পর্যটক আগমনের উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি সৌদি আরবের বৈচিত্র্যময় পর্যটনকেন্দ্রের দিককে প্রতিফলিত করেছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ৭০ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার লক্ষ্য নির্ধারণ করেছে। দেশটি একটি ভ্রমণ হটস্পট এবং বিশ্বের অন্যতম দর্শনীয় দেশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post