মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল কিনে না দেওয়ায় বিষপানে আঁখি আক্তার (১৯) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। আঁখি আক্তার ওই এলাকার সৌদি প্রবাসী মো. ওয়াসিমের স্ত্রী।
সিংগাইর থানার শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালেদ মনসুর জাগো নিউজকে গৃহবধূর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বছর দুয়েক আগে চান্দহর ইউনিয়নের ফতেপুর এলাকার আব্দুর রহমানের মেয়ে আঁখি আক্তারকে বিয়ে করেন একই এলাকার মো. ওয়াসিম। তিনি বর্তমানে সৌদি আরব। শুক্রবার রাতে গৃহবধূ আঁখি আক্তার তার স্বামীর কাছে একটি নতুন মোবাইল ও ইন্টারনেট সংযোগের জন্য (ওয়াইফাই) পাঁচ হাজার টাকা চান। স্বামী মোবাইল ও টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে এ নিয়ে বাগবিতণ্ডা হয়।
এর জেরে ওই গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে শুক্রবার রাত ১০টার দিকে বিষপান করেন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকার মিটফোর্ড হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়।
সিংগাইর থানার শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালেদ মনসুর বলেন, আত্মহত্যার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post