বরিশালে একসঙ্গে ৪ শিশু জন্ম দিয়েছেন এক প্রসূতি। ঝালকাঠির বাসিন্দা ওই গৃহবধু বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার (৬ অক্টোবর) রাতে শিশুদের জন্ম দেন। যমজ সন্তানদের পেয়ে খুশি স্বজনরা। নবজাতক ও তাদের মা সুস্থ থাকলেও তাদের প্রতি বিশেষ যত্ন নেয়ার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
যমজ শিশু, দুটি বা তিনটি নয় একসঙ্গে চারজন। শুক্রবার (৬ অক্টোবর) রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিষ্ট হয় তারা। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের সোনারদোয়া গ্রামের বাসিন্দা বাহরাইন প্রবাসী সিদ্দকুর রহমানের স্ত্রী মুক্তা আক্তার পুতুল তাদের জন্ম দেন। নবজাতক যমজদের তিন জন পুত্র এবং একজন কন্যা শিশু।
একসঙ্গে চার সন্তান হলেও খুশি প্রবাসী ও পরিবারের স্বজনরা। তারা যেন সুস্থ থাকেন সেই কামনা তাদের।
এদিকে একসঙ্গে ৪ শিশুর জন্ম নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকরা। তারপরও সন্তান জন্মদানের পরে নবজাতকরা এবং মা সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন বলে জানান চিকিৎসকরা।
আর নবজাতক ও মায়ের সেবা যত্নে সার্বক্ষনিক নজরদারী এবং বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে এই দম্পত্তির ৭ বছর বয়সী আরও একটি কন্যা শিশু রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post