বয়স যে কেবলমাত্র একটি সংখ্যা এবং ইচ্ছাশক্তি থাকলে যে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনা, সেটাই প্রমাণ করে দেখালেন ১০৪ বছর বয়সী এক মার্কিন নারী। উড়োজাহাজ থেকে ডরোথি হাফনার নামে ওই নারী ১৩ হাজার ৫০০ ফুট ওপর থেকে স্কাইডাইভ করে তাক লাগিয়ে দিয়েছেন।
গত রোববার যুক্তরাষ্ট্রের শিকাগো শহর থেকে প্রায় ৮৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অটোয়ায় মাটি স্পর্শ করার পর ডরোথি হাফনার বলেন, ‘বয়স একটি সংখ্যা মাত্র।’
১৩ হাজার ফুট উপর থেকে ডরোথির স্কাইডাইভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। ভিডিওটি শেয়ার করেছে স্কাইডাইভের আয়োজনকারী শিকাগোর একটি সংস্থা। এরপর মুহূর্তের মধ্যেই এটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, প্রশিক্ষকসহ ডরোথিকে ১৩ হাজার ফুট ওপর থেকে নেমে আসতে। সাত মিনিটের স্কাইডাইভ শেষে মাটিতে অবতরণের পর আশপাশের লোকজনকে দেখা যায় উল্লাসে ফেটে পড়তে। হাততালি দিতে থাকেন তারা।
এর আগে গত বছরের মে মাসে সুইডেনের ১০৩ বছর ২৫৯ দিনে ইনগেগার্ড লারসন সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে উড়োজাহাজ থেকে স্কাইডাইভ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। এখন স্কাইডাইভ শিকাগো ডরোথির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তোলার চেষ্টা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post