সৌদিতে বিলবোর্ড লাগানোর সময় প্রবল বাতাসের তোড়ে পড়ে প্রবাসী বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম মো. ইউসুফ (২৭)। শুক্রবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ইউসুফের ভাই আমিনুল ইসলাম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তার মরদেহ দ্রুত দেশে আনতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন তিনি।
এরআগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশি সময় রাত ৮টার দিকে সৌদি আরবের আভা শহরের একটি তিনতলা ভবন থেকে পড়ে গিয়ে মারা যান ইউসুফ।
ইউসুফ লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাদখালী গ্রামের মো. ইব্রাহিমের ছোট ছেলে। সংসারে নিহতের দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। তার শোকে বাবা-মা, স্ত্রীসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
ইউসুফের ভাই আমিনুল ইসলাম রুবেলের সঙ্গে কথা বলে জানা যায়, দুইমাস আগে চাকরির উদ্দেশ্যে ইউসুফ সৌদি আরব যান। সেখানে তাকে বিলবোর্ড লাগানোর কাজ দেওয়া হয়। ঘটনার সময় আভা শহরে একটি তিনতলা ভবনের ছাদে উঠে বিলবোর্ড লাগানোর কাজ করছিলেন। তখন প্রবল বাতাসের তোড়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমিনুল ইসলাম বলেন, ‘আমার ছোট্ট ভাতিজা এতিম হয়ে গেলো। বাড়িতে সবাই কান্না করছে। ইউসুফ এভাবে আমাদের ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি।’
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস শহিদ বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। মরদেহ দেশে আনতে পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post