মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সি ভাড়ায় ৪৫% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এই ছাড় শুধুমাত্র মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত অ্যাপ্লিকেশন ওট্যাক্সি এবং ওমান ট্যাক্সির মাধ্যমে ট্যাক্সি সেবা নেয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এছাড়া আগে ট্যাক্সি ভাড়ার বেজ ফেয়ার ছিলো ৩ ওমানি রিয়াল এবং প্রতি কিলোমিটার ভ্রমণে গুনতে হতো ৪শ বাইজাজ, তবে নতুন বেজ ফেয়ার অনুযায়ী বেজ ফেয়ার শুরু হবে ১ দশমিক ৫ ওমানি রিয়াল থেকে এবং প্রতি কিলোমিটার অতিরিক্ত ভ্রমণে গুনতে হবে ২৫০ বাইজাজ।
এর আগে মন্ত্রণালয় বিমানবন্দরগুলোর যাত্রী পরিষেবায় ও-ট্যাক্সি এবং ওমান ট্যাক্সি অ্যাপকে বৈধ অনুমতি প্রদান করে। সে মোতাবেক গত পহেলা অক্টোবর থেকে তারা বিমানবন্দরে যাত্রীসেবার সূচনা করেছে।
এদিকে মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে খুশী দেশটির বিমান যাত্রীরা। বিশেষ করে দেশটিতে থাকা প্রবাসীরা নিজেদের দেশে যাতায়াতে এই ছাড়ের মাধ্যমে উপকৃত হবেন। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রায় ২০ লাখ প্রবাসীর বসবাস। যার সিংহভাগই বাংলাদেশি। এই প্রবাসীদের প্রায় সবারই দেশে যাতায়াতে বিমানবন্দর ব্যবহার করতে হয়। এখন থেকে তারা বিমানবন্দরে আসা যাওয়ার ক্ষেত্রে নতুন এই ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post