মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’ খ্যাত মেলাকা প্রদেশের মেলাকা সেন্ট্রাল বাস টার্মিনাল ও তার আশপাশের ভবনে অভিযান চালিয়ে ৭ বাংলাদেশিসহ মোট ২৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বসবাসের অভিযোগ আনা হয়েছে।
এসময় ‘মিনি ঢাকা’ খ্যাত বাস টার্মিনালের আশপাশের দোকানগুলোতেও ব্যাপক তল্লাশি করা হয়। আটক সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। পহেলা অক্টোবর দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলাকার হিস্টোরিক সিটি কাউন্সিল এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশের ৪৯ জন কর্মকর্তা ও কর্মীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। মেলাকার ইমিগ্রেশন বিভাগের পরিচালক আনিরওয়ান ফৌজি মোহাম্মদ আইনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযান পরিচালনার সময় বিদেশিরা পালানোর চেষ্টা করলেও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সফলভাবে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৭ বাংলাদেশি ছাড়াও ১৬ জন মিয়ানমারের নাগরিক রয়েছে। এদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৬৩-এর ৬ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
ফৌজি আরও জানান, প্রথমে মিয়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল এবং পাকিস্তানের নাগরিকসহ মোট ১৯৯ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরমধ্যে ১৭৬ জনের মালয়েশিয়ায় বৈধ ও সুশৃঙ্খল ট্রাভেল ডকুমেন্ট ও ওয়ার্ক পারমিট পাওয়া গেলেও, বাকি ২৩ জনের কাছে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
আপনার মন্তব্য: