ওমানে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকজন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের এক যৌথ অভিযানে দেশটির খাসাব অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রয়্যাল ওমান পুলিশ ও মুসান্দামের শ্রম বিভাগের সহযোগিতায় বেশকিছু বেসরকারি খাতের কর্মস্থল ও শ্রমিক জমায়েতে এই অভিযান পরিচালিত হয়।
পরে শ্রম আইনের বিধান লঙ্ঘনের অভিযোগে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দেশটির প্রচলিত শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত সপ্তাহেও শ্রম আইনের বিধান লঙ্ঘনের অভিযোগে ২৯ জন প্রবাসীকে গ্রেফতার করেছিলো পুলিশ। এসময় তাদের কাছ থেকে কিছু নিষিদ্ধ সামগ্রীও উদ্ধারের কথা জানায় মন্ত্রণালয়।
অপর এক অভিযানে জনসমক্ষে অনৈতিক আচরণের দায়ে নারীসহ পাঁচ প্রবাসীকে গ্রেফতার করেছিলো রয়্যাল ওমান পুলিশ।
এক বিবৃতিতে সংস্থার তরফ থেকে বলা হয়েছে, যে প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই এশীয় নাগরিক। গ্রেফতারকৃত এই প্রবাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post