এক ইতালি প্রবাসীর স্ত্রী স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ ও তার প্রেমিকের বিরুদ্ধে মাদারীপুরের সদর মডেল থানায় একটি অভিযোগ করেছেন প্রবাসীর মা।
পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী আমিনুল ইসলাম ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর আমিনুল ইতালিতে চলে যান। এরপর থেকে স্ত্রীর কাছে নিয়মিত টাকা পাঠাতেন। যা তার স্ত্রীর নিজের নামে ব্যাংক হিসাবে জমা রাখতেন। আমিনুলও সরল বিশ্বাসে স্ত্রীর ব্যাংক হিসাবে টাকা রাখতে সম্মতি দেন।
এরই মধ্যে স্ত্রী নোয়াখালী জেলার শাওন হোসেন নামের এক তরুণের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই পরকীয়া প্রেমের জেরে আমিনুলের বিভিন্ন সময়ে পাঠানো স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকা নিয়ে গত ৪ সেপ্টেম্বর শাওনের সঙ্গে পালিয়ে যায় স্ত্রী।
পরে নোয়াখালীর আদালতের মাধ্যমে এফিডেভিট করে আমিনুল ইসলামকে তালাকের নোটিশ পাঠান তার স্ত্রী। কোনো উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী স্বামী আমিনুল ইসলামের মা তার পুত্রবধূর বিরুদ্ধে স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকা ফেরত চেয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
প্রবাসীর মা বলেন, ছেলে ইতালিতে থাকে, তার সরলতার সুযোগ নিয়ে স্ত্রী বেঈমানি করেছে। এর প্রতিকার চাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post